জাতীয়

নির্বাচনের পূর্বে পছন্দ নয়, এবার লটারিতে বদলি নিশ্চিত এসপি-ওসির

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার নির্বাচনী পরিবেশকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে চায়। সেই লক্ষ্যেই এসপি ও ওসি বদলিতে অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লটারির মাধ্যমে বদলি হবে দেশের সব জেলার এসপি ও ওসি—বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এবার কোনও ব্যক্তি বা দল বিশেষের পছন্দে বদলি নয়, হবে পুরোপুরি লটারির মাধ্যমে। এভাবে নিরপেক্ষতা বজায় রাখা যাবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। লটারি হবে সবার সামনে, গণমাধ্যমকে ডেকে—যাতে কোনও প্রকার পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নির্বাচনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে একাধিক বাহিনীর সমন্বয়ে কাজ করা হবে। এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি হলেও ডিসিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, “ডিসি ও ইউএনওদের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছ ব্যবস্থা আশা করছি। নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব হস্তান্তরের আগেই এসব বদলির কাজ সম্পন্ন হবে।”

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্লেষক মহল। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন