জাতীয়

নির্বাচনের তারিখ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা কথা বলছে। তবে প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, “রাজনীতির বিষয়ে প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার ওপরে আর কারও কিছু বলার নেই। যেই মাসে নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন, সেদিনই ভোট হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ কী বলল, সেটা শোনার দরকার নেই। সিদ্ধান্ত একটাই—প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে।”

এ সময় তিনি বাজার পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, প্রচুর বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে সবজির দাম বেড়েছে। প্রচুর আলু মজুত থাকলেও পাইকারি থেকে খুচরা বাজারে দাম বেড়ে যাচ্ছে। তবে কৃষকেরা এর সুবিধা পাচ্ছেন না; বরং মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছেন।

নির্বাচন সামনে রেখে দেশের স্থিতিশীলতা ও বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

মতামত দিন