নির্বাচনকালীন সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি
ডেস্ক রিপোর্ট ॥ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাময়িক নয় বরং নির্বাচনকালীন সরকার ব্যবস্থার একটি স্থায়ী ও কার্যকর সমাধান প্রয়োজন। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা কেবল অস্থায়ী সমাধান হবে, যা ভবিষ্যতে আবারও সংকট সৃষ্টি করতে পারে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে এমন সমাধান খুঁজে বের করা জরুরি।”বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ আবেদনের শুনানি শুরু হয়। শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে মঙ্গলবারও এ মামলার শুনানি হয়েছিল।
গত ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগ চারটি পুনর্বিবেচনা আবেদন শুনানি মুলতবি করেছিলেন। এর আগে ১৯৯৬ সালে সংসদে ত্রয়োদশ সংশোধনী পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংশোধনীটিকে অবৈধ ঘোষণা করে। একই বছরের ৩০ জুন সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অবসান ঘটায়।
সরকার পরিবর্তনের পর এ বছরের ৫ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিভিউ আবেদন করেন। একইসাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন পৃথকভাবে আবেদন দাখিল করেন।
আপিল বিভাগ বলেছে, তারা এমন একটি কার্যকর সমাধান খুঁজছে, যা ভবিষ্যতের নির্বাচনকে নিরপেক্ষ করবে এবং গণতন্ত্রের পথ সুগম করবে।
মতামত দিন