জাতীয়

নির্ধারিত সময়ে ১৫ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবশেষে স্পষ্ট ঘোষণা দিল প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।” এ সময় তিনি জানান, নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও অব্যাহত রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর প্রায় দুই মাসব্যাপী প্রক্রিয়া শেষে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

বিশ্লেষকরা মনে করছেন, নির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তার অবসান ঘটাবে এবং নির্বাচনী প্রস্তুতিতে গতি আনবে। তারা মনে করেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের দাবি, জনমনে আস্থা সৃষ্টির জন্য সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

সরকার জানিয়েছে, ইতিমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ, ইভিএমের প্রস্তুতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতি ও প্রস্তুতি জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

মতামত দিন