নন-ক্যাডার নিয়োগ বিধি সংশোধনের দাবিতে ফের রাস্তায় বিসিএস প্রার্থীরা
ডেস্ক রিপোর্ট ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগকে কেন্দ্র করে ৪৩ ও ৪৪তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা তীব্র আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সোমবার থেকে অনশন শুরু করবেন তারা।নন-ক্যাডার প্রার্থীরা বলছেন, প্রধান শিক্ষক নিয়োগে যে বিশেষ বিধান চালু ছিল, সেটি হঠাৎ পরিবর্তন করায় তাদের জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে। বিশেষ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার তালিকা থেকে ১৯৯২ জনকে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশের প্রস্তুতি চলছিল। কিন্তু সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির নির্দেশে সেই পদ প্রত্যাহার করে নতুন সার্কুলারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। এতে শুধু প্রার্থীরাই নয়, দেশের প্রাথমিক শিক্ষাক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হবে। কারণ বর্তমানে হাজার হাজার প্রধান শিক্ষক পদ শূন্য পড়ে আছে।
ইতিপূর্বে বিভিন্ন বিসিএসে নন-ক্যাডার প্রার্থীদের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের নজির রয়েছে। ৩৪তম বিসিএসে ৮৯৮ জন, ৩৬তম বিসিএসে ২৪ জন, ৪০তম বিসিএসে ৩৮৪ জন এবং ৪১তম বিসিএসে ২৭৬ জন প্রার্থী সফলভাবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছেন। এসব নিয়োগ প্রমাণ করেছে যে নন-ক্যাডার প্রার্থীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।
প্রার্থীরা আরও অভিযোগ করেন, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বাড়তি পরীক্ষা আয়োজন ও অর্থনৈতিক চাপ তৈরি হবে, যা অযৌক্তিক। তাছাড়া এতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তে দুর্নীতি ও বাণিজ্যের আশঙ্কা দেখা দিতে পারে।
তাদের দাবি, নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ দ্রুত সংশোধন ও অনুমোদন করে আগের নিয়মেই নিয়োগ কার্যক্রম চালু করতে হবে। অন্যথায় তারা দীর্ঘমেয়াদি আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
মতামত দিন