জাতীয়

নজরুল পুরস্কার ২০২৪ পেলেন হাই শিকদার

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রদত্ত ‘নজরুল-পুরস্কার ২০২৪’ পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিশিষ্ট নজরুল গবেষক আবদুল হাই শিকদার এবং খ্যাতিমান আবৃত্তিকার নাসিম আহমেদ। সাহিত্যে নজরুল চেতনার ধারাবাহিক চর্চা ও বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

আবদুল হাই শিকদার দীর্ঘদিন যাবৎ নজরুল-গবেষণায় সক্রিয়। পাশাপাশি গণমাধ্যমে নজরুলের ভাবনা ছড়িয়ে দিতে তার অসামান্য ভূমিকা রয়েছে। তিনি শুধু একজন সাংবাদিক নন, বরং একজন সংস্কৃতি অনুরাগী যিনি নজরুলকে মানুষের চেতনায় বাঁচিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে, নজরুল কবিতার আবৃত্তি ও তার শিক্ষাদানে যুগান্তকারী অবদান রাখার জন্য নাসিম আহমেদকে পুরস্কৃত করা হচ্ছে। তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী হলেও পাশাপাশি একজন আবৃত্তি প্রশিক্ষক ও সংস্কৃতিকর্মী হিসেবে বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন।

এবারের পুরস্কার প্রাপ্তদের রৌপ্য পদক, দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার এবং সম্মাননা স্মারক প্রদান করা হবে ২৫ মে আয়োজিত জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বলেন, “২৪-এর গণআন্দোলনের প্রেক্ষাপটে নজরুল চেতনার এই পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে। পুরস্কারপ্রাপ্তরা নজরুল দর্শনের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন।"

মতামত দিন