জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে। বৃহস্পতিবার গেজেট প্রকাশের মাধ্যমে রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে। এতে গাজীপুর জেলার আসন সংখ্যা ছয়টি করা হয়, আর বাগেরহাট জেলার আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব রাখা হয়। খসড়া প্রকাশের পর ৮৩টি আসনের জন্য ১,৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়ে।

২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয় এবং বুধবার শেষ হয়। প্রত্যেকটি দাবি-আপত্তি বিবেচনা করে সীমানা চূড়ান্ত করা হয়েছে। কমিশন জানিয়েছে, সীমানা পরিবর্তন হলে তা নতুন গেজেটে প্রকাশ করা হবে। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রস্তুতি শুরু হবে।

রাজনৈতিক দলগুলো সীমানা পুনর্নির্ধারণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। তারা মনে করছে ভোটার সংখ্যার সঠিক বণ্টন সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। কিছু আসনে আপত্তি থাকলেও কমিশন নিশ্চিত করেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আর কোনো পরিবর্তন হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার গতি আরও বৃদ্ধি পাবে এবং প্রার্থীদের মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার হবে।

মতামত দিন