ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইইউ-এর চার মিলিয়ন ইউরো সহায়তা
ডেস্ক রিপোর্ট ॥ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সহায়তা করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে ইইউ বাংলাদেশ নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের আরও পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশেও তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে ইইউ-এর বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
ইইউ-এর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে তারা সহায়তা করবে। পাশাপাশি নির্বাচনের সময় ভুয়া তথ্য, বিভ্রান্তি এবং ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন ইইউ-এর এ সহায়তা স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক সহায়তা ও পর্যবেক্ষণ দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে এবং জনগণের আস্থা বাড়াবে। তিনি আশা প্রকাশ করেন, ইইউ-এর সহযোগিতায় নির্বাচন কমিশনের কার্যক্রম আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
বিশেষজ্ঞদের মতে, ইইউ-এর এ পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করবে এবং নির্বাচনী পরিবেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তুলবে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং জনগণ আরও নিরাপদ ও সমতাভিত্তিক পরিবেশে ভোট দিতে পারবে।
এমন উদ্যোগকে দেশের ভবিষ্যত নির্বাচন প্রক্রিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন