তিন নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা যাচাইয়ের উদ্যোগ
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন (ইসি) বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে। এই তথ্যচাহিদা এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অনুরোধে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে ইসি।ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ইতোমধ্যে দেশের সকল জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পিতামাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠাতে হবে।
এই তথ্য চাওয়া হয়েছে শেরেবাংলা নগর থানার একটি মামলার তদন্তের প্রয়োজনে। পিবিআই ওই মামলার তদন্তকারী সংস্থা হিসেবে নির্বাচনকালীন সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাইলে, ইসি দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সরবরাহ করছে বলে জানিয়েছে সূত্র।
ইসি সূত্র জানায়, এর আগেও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য পিবিআই-এর কাছে পাঠানো হয়েছে। এবার ম্যাজিস্ট্রেটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির একাধিক কর্মকর্তা জানান, তদন্তের স্বার্থে তথ্য সরবরাহ করা হলেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তথ্য ব্যবহার যেন কারো অধিকার ক্ষুণ্ন না করে, তা নিশ্চিত করা হবে।
নির্বাচন বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এদের সম্পর্কে তথ্য যাচাই করলে নির্বাচন ব্যবস্থা আরও স্বচ্ছ হবে। তবে কেউ কেউ মনে করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সে প্রশ্নও উত্থাপিত হয়েছে। তদন্তে এই তথ্য কী ভূমিকা রাখে, সেটাই এখন দেখার বিষয়।
মতামত দিন