জাতীয়

তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে পাঁচ দফা দাবি উপস্থাপন প্রকৌশল শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট ॥ আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন। রেলভবনে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের ১১ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা দাবি করেন, পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি অবিলম্বে সংস্কার করা হবে। এছাড়া হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে এবং আন্দোলন চলাকালীন তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বলেন, “শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সভ্য সমাজে কাম্য নয়। তাদের যৌক্তিক দাবি মেনে প্রশাসনের পদক্ষেপ জরুরি।”

সরকার ইতোমধ্যেই আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীদের দাবি যাচাইয়ের জন্য আট সদস্যের কমিটি গঠন করেছিল। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে এবং নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং নিজেদের পক্ষে ফল না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না। প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চাইছেন। পুলিশি হামলা ও প্রশাসনিক অবহেলার বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছেন।

মতামত দিন