জাতীয়

তথ্য উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপ, যুবক ডিবিতে

ডেস্ক রিপোর্ট ॥ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার সময় ঘটে যাওয়া পানির বোতল ছোড়ার ঘটনায় নতুন মাত্রা পেয়েছে শিক্ষার্থীদের চলমান আন্দোলন। ১৪ মে রাতে কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে, যেখানে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত করতে উপস্থিত হন।

কথোপকথনের সময় হঠাৎ এক আন্দোলনকারী একটি পানির বোতল উপদেষ্টার দিকে ছুড়ে মারলে নিরাপত্তাব্যবস্থার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও উপদেষ্টা আহত হননি, তবে ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ দ্রুত তদন্তে নামে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, এক যুবককে শনাক্ত করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন।

রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ভিডিও দেখে ইশতিয়াককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য একাধিক ইউনিট কাজ করছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এটি অনাকাঙ্ক্ষিত, আবার কেউ মনে করছেন এটি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট রয়েছে।

মতামত দিন