জাতীয়

ঢাবি সিনেটে যুক্ত হলেন পাঁচ বিশিষ্ট শিক্ষাবিদ

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নতুন করে ৫ জন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এক সরকারি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের কথা জানায়।

নতুন সদস্যরা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই মনোনয়ন কার্যকর হবে এবং মেয়াদ হবে তিন বছর।

বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্ষদ হিসেবে সিনেটের কার্যক্রমে নতুন সদস্যদের অভিজ্ঞতা ও গবেষণাভিত্তিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষা বিশ্লেষকরা মনে করেন, এই নিয়োগ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও একাডেমিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মতামত দিন