জাতীয়

ডেঙ্গু: ২০২৩ ছিল ভয়ংকর, ২০২৪ পথেই হাঁটছে

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৩ জন। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯৮০ জন রোগী। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে এককভাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা বলছেন, কেবল সচেতনতা নয়, প্রয়োজন পরিকল্পিত জরিপ ও সুনির্দিষ্ট ব্যবস্থা।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। শুধু জরিমানা বা লোক দেখানো অভিযান নয়, দক্ষ জনবল দিয়ে নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বিশেষজ্ঞরা মনে করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গাফিলতি আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫—যা ইতিহাসে সর্বোচ্চ।

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি রুখতে চাই কঠোর সমন্বিত পদক্ষেপ, তা না হলে আগের বছরের মতো আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন