ডিসেম্বরেই আসছে জাতীয় নির্বাচনের চূড়ান্ত তফসিল
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময়মতো প্রস্তুতি গ্রহণ করেছে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আসন্ন নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার এই ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে স্পষ্টতা এলো।তিনি জানান, নির্বাচন কমিশন এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর। কমিশনের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
কমিশনার আরও জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সেপ্টেম্বর মাস থেকে "ভোটার অ্যাডুকেশন প্রোগ্রাম" চালু করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশে থাকা ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভোটের প্রতি আগ্রহ তৈরি করা হবে।
এছাড়াও রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এতে প্রার্থীদের প্রচার, ব্যয়ের সীমা, সহিংসতা প্রতিরোধ ও আচরণ নিয়ন্ত্রণে বিস্তারিত নির্দেশনা থাকবে। সানাউল্লাহ বলেন, “প্রার্থীদের আচরণবিধি মেনে চলা ও জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
প্রযুক্তির ব্যবহারও এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ, ইভিএম ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে।
সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “দেশের মানুষ যেন অবাধে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সে জন্য মাঠপর্যায়ে প্রশিক্ষণ, নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।”
নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে এবং তাদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে। কমিশন আশা করছে, আসন্ন নির্বাচনে জনগণের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত হবে।
মতামত দিন