ডাকসু নির্বাচন: চলছে গণনা, থমথমে ক্যাম্পাস
ডেস্ক রিপোর্ট ॥ বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সরেজমিনে দেখা গেছে, বিকেল থেকে ফলাফল প্রকাশের আগে থেকেই বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন। দোয়েল চত্বর, শাহবাগ, টিএসসি, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় অবস্থান নিতে দেখা গেছে শত শত নেতাকর্মীকে। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এদিকে সিনেট ভবনে মিটিং চলাকালে ছাত্রদলের কর্মীরা ঢুকে পড়ে স্লোগান দেন—‘জামায়াতি প্রশাসন চাই না’। পরে তারা ভোট ডাকাতির অভিযোগ এনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এ অবস্থায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “সন্ধ্যার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।”
বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্পটে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদারিতে থাকতে দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দিনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও রাতে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং বিক্ষোভের কারণে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, ডাকসু নির্বাচন ঘিরে এই পরিস্থিতি শুধু শিক্ষাঙ্গনেই নয়, বরং জাতীয় রাজনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।
মতামত দিন