ডাকসু নির্বাচনে ২৮ পদে চূড়ান্ত মনোনয়ন পেলেন ৪৭১ প্রার্থী, ভিপি পদে ৪৫ জন
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। মোট ৫০৯ প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১০ প্রার্থী আপিল না করায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে গ্রহণ করবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৮ পদে প্রার্থীদের সংখ্যা নিম্নরূপ: সহ-সভাপতি (ভিপি) ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন।
প্রার্থীরা ১২ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ২০ আগস্ট জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে ভোটের দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।
এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।
মতামত দিন