ঝুঁকিপূর্ণ নির্বাচনেও স্বচ্ছতা রক্ষায় অটল নির্বাচন কমিশন
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “এই নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন না হলে শুধু কমিশন নয়, বরং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকেই এর দায় নিতে হবে। ঘরে ফেরার কোনো পথ নেই, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
নির্বাচন কমিশনার আরও স্পষ্ট করে জানান, নির্বাচনের সময় কোনো ফাঁকিবাজি, কারসাজি বা অশুদ্ধ আচরণ বরদাশত করা হবে না। সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিটি পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অন্যায় বা অনিয়ম করলে তা ক্ষমাযোগ্য হবে না।
তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, মনিটরিং এবং নিয়মিত তদারকি কার্যক্রম শুরু করেছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে কমিশন। এসময় তিনি অংশগ্রহণকারী সকলকে আহ্বান জানান, যেন তারা নিজেরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা রাখেন।
আনোয়ারুল ইসলাম সরকারের মতে, জনগণের আস্থা এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা বজায় রাখতে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভোট নিশ্চিত করা একান্ত অপরিহার্য। এজন্য প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকবে এবং যেকোনো অনিয়ম শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংক্ষিপ্তভাবে তার বার্তা ছিল স্পষ্ট—আসন্ন জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন, আর এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
মতামত দিন