জুলাই ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক ॥ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে পরিবর্তন এসেছে। সদ্য পদত্যাগ করেছেন প্রতিষ্ঠাকালীন সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে নতুন সিইওকে পরিচয় করিয়ে দেন বিদায়ী সিইও স্নিগ্ধ।
স্নিগ্ধ বলেন, “আমি উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। তবে ফাউন্ডেশনের গভর্নিং বডিতে থেকে কাজ করে যাব।” তিনি জানান, গভর্নিং বডির সদস্য সংখ্যা ৬ জন, এর মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে স্নিগ্ধকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্নিগ্ধ আরও জানান, ফাউন্ডেশনের আওতায় ইতোমধ্যে আইনি সহায়তার অংশ হিসেবে ৫টি মামলা দায়ের করা হয়েছে। শহীদ পরিবার ও আহতদের জন্য ১২টি আইনি সেবা প্রদান করা হয়েছে এবং ১০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কল সেন্টার চালু হওয়ায় সেবা সহজ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণে প্রতিষ্ঠিত হয় এই ফাউন্ডেশন। এর লক্ষ্য শহীদ পরিবারদের মানবিক ও আর্থিক সহায়তা প্রদান, কর্মসংস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করা।
নতুন সিইও কামাল আকবরের নেতৃত্বে ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন