জুলাই গণহত্যা: কাউকেই বিচার থেকে রেহাই দেয়া হবে না: চিফ প্রসিকিউটর
ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার বলেছেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউ আইনের আওতার বাইরে থাকবে না। তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।তাজুল ইসলাম বলেন, যারা ভেবেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পেয়ে যাবেন কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচার প্রক্রিয়া থামাতে পারবেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা যে অপরাধীদের বিচার হবেই। তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই বিচার প্রক্রিয়া থামানো যাবে না এবং আইনের মাধ্যমে সব অপরাধের জবাবদিহি নিশ্চিত করা হবে।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জন হত্যার মামলার সূচনা বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তাজুল ইসলাম আরও বলেন, এই তরুণরা যারা নিজের রক্ত দিয়ে দেশের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন, তারা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তিনি বলেন, এই তরুণদের পরিবার ও স্বজনরা এখনও বেঁচে আছেন এবং তাদের সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে। তিনি দেড় হাজারেরও বেশি মানুষের প্রাণহানির এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করাকে রাষ্ট্রের অটুট দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
চিফ প্রসিকিউটর বলেন, জাস্টিস প্রতিষ্ঠা করা শুধুমাত্র একটি আইনগত প্রক্রিয়া নয়, এটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা।
এছাড়া, তিনি বিচার প্রক্রিয়া দ্রুত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, যারা দেশের ইতিহাসে এ ধরনের ভয়ংকর অপরাধ চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে অবশ্যম্ভাবী।
মতামত দিন