জাতীয়

জাতীয় নির্বাচন পুলিশের ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

ডেস্ক রিপোর্ট ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী প্রস্তুতি জোরদার করছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়—সেই লক্ষ্যেই পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, নির্বাচনের সময় প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে। এজন্য প্রতিটি সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, “সততা, দক্ষতা ও নিরপেক্ষতা আমাদের মূল শক্তি। যদি আমরা তা বজায় রাখতে পারি, তবে পুলিশ বাহিনী জনগণের আস্থা পুনরুদ্ধার করবে এবং আন্তর্জাতিক মহলেও মর্যাদা পাবে।”

বাহারুল আলম জোর দিয়ে বলেন, প্রশিক্ষণে শুধু আইনের ধারা শেখানো নয়, বরং চাপের মধ্যেও নিরপেক্ষ থাকার কৌশল, সংঘাতের পরিবর্তে সমাধান বেছে নেওয়া এবং জনগণের আস্থা অর্জনের শিক্ষা দেওয়া হচ্ছে।

তিনি মাঠ পর্যায়ের সদস্যদের উদ্দেশে আহ্বান জানান, প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত থাকতে হবে।

আইজিপি বলেন, “আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এজন্য পুলিশ বাহিনী দক্ষতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করবে।”

মতামত দিন