জাতীয়

জাকসু নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী ও পুলিশ

ডেস্ক রিপোর্ট ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটক ও পুরো ক্যাম্পাসে মোতায়েন থাকবে প্রায় ১২০০ পুলিশ সদস্য। তারা পোশাক ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটকেন্দ্র ও আবাসিক হলে দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীরা। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, সেনাবাহিনী মূলত ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনে কমিশনের নির্দেশে দায়িত্ব পালন করবে।

এবারের নির্বাচনে মোট ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি হল ছাত্রীদের এবং ১১টি হল ছাত্রদের জন্য। প্রতিটি বুথে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী পোলিং অফিসার। ভোটাররা মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন, যা গণনা করা হবে বিশেষ ওএমআর মেশিনে।

ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সিনেট হলে বড় স্ক্রিনে ভোট পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতি ঘণ্টায় ফলাফল ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে।

মোট ১৭৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন আশা করছে, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

মতামত দিন