জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের গুজব ভিত্তিহীন: আইন উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট ॥ দেশে জরুরি অবস্থা জারি বা তত্ত্বাবধায়ক সরকার আসছে—এমন গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি জানান, সেনাপ্রধানের প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুজব ছড়ালেও এগুলোতে কোনো সত্যতা নেই। “সেনাপ্রধান নিয়মিতভাবেই রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এটি নতুন কিছু নয় এবং রাজনৈতিক অস্থিরতার কোনো ইঙ্গিতও নয়,”—বলেন ড. আসিফ নজরুল।
আইন উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, নির্বাচনকালীন সরকার বা জরুরি অবস্থার কোনো পরিকল্পনা সরকারের নেই। “অন্তর্বর্তী সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে—ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কোনো পথ খোলা নেই,” যোগ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সেখানে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি। আলোচনার মূল বিষয় ছিল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ হবে। অতীতেও বিভিন্ন ইস্যুতে মতবিরোধ মিটে গেছে, এবারও মিটবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে ইতোমধ্যেই ফেব্রুয়ারির মধ্যে ভোট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। সব রাষ্ট্রীয় কার্যক্রম এখন নির্বাচনকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে, তাই নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
গণমাধ্যম ও জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখুন। নির্বাচনই এখন রাষ্ট্রের একমাত্র লক্ষ্য।”
মতামত দিন