ছয়টি বিসিএসের একসাথে সময়সূচি প্রকাশ পিএসসির
ডেস্ক রিপোর্ট ॥ পিএসসি ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি একসঙ্গে প্রকাশ করে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই সময়সূচির মাধ্যমে প্রার্থীরা আগেই জানতে পারছেন কোন পরীক্ষাটি কখন হবে, ফলে প্রস্তুতি নেওয়া সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।৪৪তম থেকে ৪৯তম বিসিএস পর্যন্ত সময়সূচিতে প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত ফলাফলের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। এতে করে প্রার্থীরা সময়মতো প্রস্তুতি নিতে পারবেন এবং পরীক্ষার জটিলতা কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ৪৮তম বিশেষ বিসিএস-কে। এই বিসিএসের প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে ১৮ জুলাই লিখিত পরীক্ষা, ২১ জুলাই ফল এবং ২২ সেপ্টেম্বর চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। মাত্র দুই মাসে প্রক্রিয়া শেষ করার এমন পদক্ষেপ বিসিএসের ইতিহাসে নজিরবিহীন।
পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাস পর প্রিলিমিনারি এবং ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়া, মৌখিক পরীক্ষার মধ্যে কমপক্ষে এক মাসের ব্যবধান রাখা হবে যাতে এক পরীক্ষার সময় অন্যটিকে প্রভাবিত না করে।
তবে পিএসসি স্পষ্ট করে বলেছে, সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। তবে নির্ধারিত সময় অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।
মতামত দিন