জাতীয়

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনাবাহিনী মোতায়েনের কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের খবর প্রকাশিত হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, নির্বাচন পরিচালনার দায়িত্ব মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই বর্তাবে। তাদের সমন্বিত প্রচেষ্টা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। সেনাবাহিনী আশা করছে, বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।

এছাড়া সেনাবাহিনী বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানায় এবং নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করে। এর মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকবে না।

মতামত দিন