জাতীয়

গুজবে নয়, সরকারের নিরাপত্তা বার্তায় আস্থা রাখুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং কোথাও নিরাপত্তা ঝুঁকির শঙ্কা নেই।”

তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিশেষ অভিযান আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো প্রয়োজনে, যে কোনো সময়, ডিএমপি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান পরিচালনা করতে পারে।”

জনগণকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতায় আছি। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা কেবল পুলিশের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সবাইকে সচেতন থেকে সহযোগিতা করতে হবে।”

সরকার গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, “জনগণকে আহ্বান জানাচ্ছি, কোনো গুজবে কান দেবেন না। দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের অঙ্গীকার।”

উপদেষ্টা জোর দিয়ে বলেন, “৫ আগস্টসহ আগামীর প্রতিটি দিনেই আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করবো।”

মতামত দিন