কৃষিতে আধুনিক বিপ্লব আনতে চীনের আগ্রহ
ডেস্ক রিপোর্ট ॥ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ জানিয়েছে চীন।বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বলেন, “বাংলাদেশের কৃষিতে প্রযুক্তিনির্ভরতা এখন সময়ের দাবি। বিশেষ করে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন শুধু ড্রোন প্রযুক্তিই নয়, নিরাপদ খাদ্য উৎপাদন, সার কারখানা স্থাপন ও আধুনিক গবেষণাগার স্থাপনের দিকেও গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের কৃষিতে চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা প্রয়োগের জন্য আমরা প্রস্তুত।”
বৈঠকে আরও আলোচনা হয় কৃষক প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, সরকারি পর্যায়ে কৃষি কর্মকর্তাদের চীন সফর ও যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন নিয়ে।
বাংলাদেশের পক্ষ থেকে উপদেষ্টা বলেন, “আমরা শুধু কৃষি উৎপাদন বাড়াতে চাই না, বরং টেকসই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও আগ্রহী। সে ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ জরুরি।”
দুই পক্ষই দ্রুত বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে প্রত্যাশা করা হয়, অদূর ভবিষ্যতে এই সমঝোতা দৃশ্যমান উন্নয়নে রূপ নেবে।
মতামত দিন