কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা চায় না ঢাকা
ডেস্ক রিপোর্ট ॥ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। তবে কাশ্মীর ইস্যুতে সরাসরি মধ্যস্থতার আগে উভয় পক্ষের আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন।তিনি বলেন, “আমাদের অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি।” তিনি আরও বলেন, “উভয় পক্ষ যদি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় এবং আমাদের সহায়তা প্রয়োজন মনে করে, তখনই আমরা ইতিবাচক ভূমিকা রাখব। আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আমাদের নেই।”
তৌহিদ হোসেন জানান, এখন পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তবে কিছু দেশ মধ্যস্থতায় বাংলাদেশের ভূমিকা প্রত্যাশা করছে বলেও তিনি জানান। এ বিষয়ে বাংলাদেশ কৌশলগতভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে।
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “এ অঞ্চলের কোটি কোটি মানুষের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা দরকার। বড় ধরনের সংঘাত মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যে সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, তা আঞ্চলিক কূটনীতিতে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. লাইলুফার ইয়াসমিন বলেন, “এটাই একটি পরিণত রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, যেখানে আগ বাড়িয়ে হস্তক্ষেপ নয়, বরং সুপরিকল্পিত কূটনীতি গুরুত্বপূর্ণ।”
মতামত দিন