কাতার সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা, সম্ভাব্য বৈঠক ...
ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাতারে আয়োজিত ‘আর্থনা সামিট–২০২৫’-এ অংশ নেবেন। একই সঙ্গে আমিরের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান উপ-প্রেস সচিব।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সামিটে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় ঐতিহ্যবাহী জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পথ খোঁজা হবে।
সামিটে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবিদ ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। আলোচনা হবে পরিবেশ সংরক্ষণ, ঐতিহ্য ও আধুনিক উদ্ভাবনের মধ্যকার সেতুবন্ধন তৈরির উপায় নিয়ে।
কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার মধ্যেও টেকসই উন্নয়ন কীভাবে সম্ভব—এ বিষয়টি সামিটের অন্যতম আলোচ্য বিষয়। আয়োজকরা আশা করছেন, কাতারের পরিবেশগত বৈচিত্র্য এবং সংস্কৃতিকে কাজে লাগিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথরেখা তৈরি করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা ইউনূস সামিটে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত দিন