কাতার বিনিয়োগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।বৈঠকে ড. ইউনূস বলেন, “কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে, যেখানে তারা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবেন।” তিনি আরও জানান, বাংলাদেশে বর্তমানে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা চলছে এবং সরকার বন্দরের সক্ষমতা বাড়ানো ও বিনিয়োগ পরিষেবার মানোন্নয়নের জন্য কাজ করছে।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব, যা কাতারের ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ।” এ সময় তিনি কাতারের সরকারের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে ড. ইউনূস কাতারের প্রতি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানান, যেখানে তিনি বলেন, “কাতার প্রতি তিন বছর পর পর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ করে, আমরা চাই এই সংখ্যা আরও বাড়ুক।”
এই ইস্যুতে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে তার আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই বৈঠককে বাংলাদেশ ও কাতারের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন