কাতার প্রবাসীদের নিরাপত্তায় হটলাইন চালু করল বাংলাদেশ দূতাবাস
ডেস্ক রিপোর্ট ॥ কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলের হামলার ভিডিও বা ছবি ফেসবুক, টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করা কাতারের আইনের পরিপন্থী এবং এর ফলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দোহায় ইসরায়েলের মিসাইল হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এ অবস্থায় কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। অযথা বাইরে না যাওয়া এবং কাতারি সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, কাতারের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের সংবেদনশীল কনটেন্ট প্রকাশ করা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তাই প্রবাসীদের উচিত দায়িত্বশীল আচরণ করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসীরা যেন সরাসরি দূতাবাসের হটলাইন নম্বরে ফোন করেন অথবা অফিসিয়াল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন। যোগাযোগের নম্বর ও ইমেইল হলো: +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং mission.doha@mofa.gov.bd
।
বাংলাদেশি প্রবাসীরা জানিয়েছেন, দূতাবাসের এই উদ্যোগ সময়োপযোগী। তারা মনে করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরাপদে থাকা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।
মতামত দিন