কাতারে যাচ্ছে ৭২৫ বাংলাদেশি সেনা, নতুন মাইলফলক
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ থেকে প্রথম দফায় ৭২৫ জন সেনাসদস্য কাতারে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিয়োগ পেতে যাচ্ছেন। আগামী দুই মাসের মধ্যেই এ সেনা প্রেরণ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সামরিক অবদানকে আরও সুদৃঢ় করবে এবং দুই দেশের কৌশলগত সম্পর্ককে গভীর করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।মঙ্গলবার দোহায় অবস্থানরত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই নিয়োগ প্রক্রিয়া নিয়মিতভাবে চালু থাকবে এবং প্রতি তিন বছর অন্তর এই সংখ্যা বজায় রাখার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সরকার সেনা সদস্য সংখ্যা আরও বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনায় রয়েছে বলে জানান তিনি।
প্রেস সচিব আরও বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে কাতার সরকার বাংলাদেশি সেনা সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং নিয়মিতভাবে তাদের নিয়োগ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
এই গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ অংশ নিচ্ছেন। এই সফরকালে কাতার সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশেষভাবে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসনের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, দক্ষ জনশক্তি রপ্তানি এবং উন্নয়ন সহায়তা নিয়ে আলোচনা হয়। এসব আলোচনারই ধারাবাহিকতায় কাতারে বাংলাদেশি সেনাসদস্য নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছে, এটি দুই দেশের মধ্যে কৌশলগত বন্ধন আরও জোরদার করবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পথও প্রশস্ত হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই নিয়োগ প্রক্রিয়া শুধু নিরাপত্তা দায়িত্বেই সীমাবদ্ধ নয়, বরং প্রশিক্ষণ, লজিস্টিকস এবং প্রশাসনিক সহায়তাতেও বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা প্রমাণের সুযোগ পাবে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং পেশাদারিত্ব আরও সুদৃঢ়ভাবে প্রতিফলিত হবে।
এদিকে, এই নিয়োগকে ঘিরে সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের মাঝে যেমন উৎসাহ বিরাজ করছে, তেমনি সরকারের এই পদক্ষেপকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই প্রথমবারের মতো কাতারে বাংলাদেশের সেনা সদস্যদের নিয়োগ শুধু একটি সাময়িক পদক্ষেপ নয়, বরং ভবিষ্যতের দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছে।
মতামত দিন