এনবিআরে বড় ধরনের প্রশাসনিক রদবদল ঘোষণা
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সম্প্রতি বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। বুধবার এনবিআরের কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব মোসাদ্দেক হুসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৫৮ জন অতিরিক্ত সহকারী কর কমিশনারকে দেশের বিভিন্ন স্থানে বদলি করার নির্দেশ জারি করা হয়। নতুন কর্মস্থলে তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই বদলি জনস্বার্থে এবং অবিলম্বে কার্যকর হবে।এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ কেবল কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন নয়, বরং রাজস্ব আদায় ব্যবস্থায় গতিশীলতা ও স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে। বদলির পাশাপাশি অনেককে পদোন্নতির সুযোগও দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সংস্থার কার্যক্রমকে আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।
এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এনবিআরের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ চলে আসছিল। অর্থনীতিবিদরা মনে করছেন, নিয়মিত বদলি ও পদায়ন কর্মকর্তাদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করবে এবং যারা দীর্ঘদিন একই স্থানে ছিলেন তাদের প্রভাব কমাবে। ফলে রাজস্ব আদায় কার্যক্রম আরও কার্যকর হবে।
এর আগে গত সোমবার এনবিআরের নয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। টানা দুটি বড় সিদ্ধান্ত প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বদলির পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।
সবমিলিয়ে, এনবিআরের এই রদবদলকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং রাজস্ব আদায় ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মতামত দিন