জাতীয়

উপদেষ্টা সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট ॥ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে অব্যাহতির পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টার সম্মতির ভিত্তিতে গত ৮ এপ্রিল থেকেই মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ, ঘোষণার আগে থেকেই অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর ছিল।

মো. মোয়াজ্জেম হোসেন ২০২৪ সালের ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। তার নিয়োগের শর্ত অনুযায়ী, উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতোদিন বহাল থাকবেন বা মোয়াজ্জেম হোসেনকে এ পদে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন পর্যন্ত নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

তবে চলতি মাসের শুরুতেই উপদেষ্টার সম্মতির ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এপিএস পদে দায়িত্ব পালনের মেয়াদ খুব দীর্ঘ না হলেও মোয়াজ্জেম হোসেন দায়িত্বকালীন সময়ে উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

প্রশাসনিক সূত্রে ধারণা করা হচ্ছে, এ পরিবর্তন ব্যক্তিগত অথবা প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হতে পারে, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন