জাতীয়

ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী ফ্লাইট

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৪ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করে। শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি মাত্র ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছেই সমস্যার মুখোমুখি হয়। তৎক্ষণাৎ ক্যাপ্টেন ইঞ্জিনে অস্বাভাবিকতা লক্ষ্য করে কর্তৃপক্ষকে জানিয়ে ফিরতি সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে।

ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। সৌভাগ্যবশত, সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন জানান, নিরাপত্তাজনিত কারণে অবতরণের পরে রানওয়ে পরিদর্শন করা হয় যাতে বার্ড স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়। তবে সেখানে কোনো পাখির চিহ্ন বা অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়নি।

বিমান কারিগরি দল ইতোমধ্যে ইঞ্জিন ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তাদের বিশ্লেষণ শেষ হলে ফ্লাইটটির পরবর্তী পরিচালনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, যাত্রীদের নিরাপত্তা ও সেবার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব সতর্কতা নেওয়া হচ্ছে।

ফ্লাইটে থাকা যাত্রীদের কেউ আতঙ্কগ্রস্ত হননি, কারণ পাইলট ও ক্রু সদস্যরা অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। অবতরণের পর সংশ্লিষ্ট বিভাগ দ্রুত যাত্রীসেবায় নিয়োজিত হয়।

ইঞ্জিন সমস্যাজনিত এমন ঘটনা বিরল হলেও, তা বিমান চলাচলে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি স্মরণ করিয়ে দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমানের দ্রুত পদক্ষেপ প্রশংসাযোগ্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় আরও তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মতামত দিন