আস্থার সংকট জাতীয় সমস্যা: ইসি আনোয়ারুল ইসলাম
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশে আস্থার সংকট এখন একটি বড় জাতীয় সমস্যা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউই কিন্তু আস্থার জায়গায় নেই। আমি আস্থার জায়গায় আছি, এই দাবি করি না।” ইসি মনে করেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে অন্যকে দোষারোপ করে সমাধান খুঁজে পাবে না। বরং পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমেই আস্থা পুনর্গঠন সম্ভব।
নির্বাচনী প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সাংবাদিকরা ২৪ ঘণ্টা কাজ করেন। যদি তাদের প্রস্তাবিত নীতিমালা আগে কমিশনের কাছে পৌঁছে যেত, তবে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ সম্ভব হতো।” তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের সমালোচনাও আমাদের জন্য সহায়ক। চুলচেরা বিশ্লেষণ করলে আমরা ভুলগুলো সংশোধন করতে পারব।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন আস্থা পুনর্গঠনে কাজ করছে। এ জন্য বিভিন্ন পেশাজীবী, সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা জরুরি। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ইসি আনোয়ারুল ইসলাম জোর দিয়ে বলেন, “আলাপ-আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং মতামত শেয়ারের মাধ্যমে যেকোনো জটিল সমস্যা সমাধান করা সম্ভব। আমাদের উদ্দেশ্য একটাই—সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”
সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ আরএফইডি’র সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সভা শেষে মুক্ত আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতের নির্বাচনে আস্থা পুনর্গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মতামত দিন