জাতীয়

আসন্ন জাতীয় নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরছে

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে এবং ইভিএম ব্যবহার করা হবে না।

তিনি বলেন, ‘না’ ভোটের বিধান পুনর্বহাল করায় একক প্রার্থীরাও ‘না’ ভোটের মুখোমুখি হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তবে ওই আসনের পুরো নির্বাচনের ফল বাতিল হয়ে যাবে এবং পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সানাউল্লাহ আরও জানান, ভোটে অনিয়ম ধরা পড়লে নির্বাচন কমিশন ওই আসনের ভোট বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও কমিশনের আছে।

তিনি জানান, প্রার্থীরা ব্যক্তিগত বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারবেন, তবে তা অবশ্যই ব্যাংক মাধ্যমে হতে হবে। এছাড়া, দলীয় জোট থাকলেও ভোট দিতে হবে দলীয় প্রতীকে।

নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দলকে ইতোমধ্যেই বিবেচনা করা হয়েছে, বাকি দলের ক্ষেত্রেও মাঠ পর্যায়ের যাচাই-বাছাই চলছে।

এছাড়া, সীমানা নির্ধারণ নিয়ে ৮৩টি সংসদীয় আসনে আপত্তি এসেছে, যা নিয়ে কমিশন কাজ করছে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সঙ্গতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন