জাতীয়

আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় রোহিঙ্গা সমস্যার সমাধান

ডেস্ক রিপোর্ট ॥ নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছর রোহিঙ্গা ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। মালয়েশিয়া সফরের আগে বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আঞ্চলিক নেতৃত্ব রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা দেশে এসেছে। বর্তমানে দেশে অবস্থান করছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা। যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধের কারণে আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ চরম চাপের মুখে পড়েছে।

অধ্যাপক ইউনূস জানান, চলতি বছরে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম সম্মেলন হবে আগস্টের শেষের দিকে কক্সবাজারে, দ্বিতীয় হবে সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় হবে বছরের শেষের দিকে কাতারের দোহায়। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মালয়েশিয়ার আঞ্চলিক প্রভাব রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান আনতে সহায়ক হবে।

এই সম্মেলনগুলো রোহিঙ্গাদের মানবিক সমস্যা সমাধানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন