জাতীয়

আজ দুপুরে দেশব্যাপী বৃষ্টির আভাস, ৭ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ডেস্ক রিপোর্ট ॥ দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় আবারও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত অন্তত ৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বইবে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিচু এলাকায় জলাবদ্ধতা এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে প্রয়োজন ছাড়া যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন