আগামী নির্বাচনে ইতিহাস গড়বে বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট ॥ আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।প্রধান উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তিনি মনে করেন।
এএনএফআরইএল প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন—সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বলেন, বাংলাদেশে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সরকারের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে যাবে। প্রতিনিধি দলের বক্তব্যে উঠে আসে নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে পর্যবেক্ষণের গুরুত্ব ও স্বচ্ছতা রক্ষার প্রতিশ্রুতি।
প্রধান উপদেষ্টা এই সময় নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের স্বাধীন ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার, এবং এই উদ্দেশ্যে সব প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এএনএফআরইএল একটি নির্বাচনভিত্তিক নাগরিক সংগঠন, যা এশিয়া মহাদেশে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করে আসছে গত দুই দশক ধরে। সংস্থাটি বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
এএনএফআরইএলের প্রতিনিধিদের এমন সফর এবং সরকারের উচ্চপর্যায়ে আলোচনা নির্বাচন ঘিরে আস্থা তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মতামত দিন