জাতীয়

আগামীকাল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত এবং এনসিপি-র নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকের মূল এজেন্ডা ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করবেন। শফিকুল আলম আরও বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারবে না।

বৈঠকের পাশাপাশি তিনি নুরুল হক নূরের চিকিৎসা বিষয়েও মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তিনি আহত নেতাকর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন।

শফিকুল আলম আরও বলেন, জাতীয় পার্টির সম্ভাব্য ভূমিকা তদন্ত করা হবে। প্রধান উপদেষ্টা আহত নুরুল হক নূরের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার নিন্দা প্রকাশ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে ইতিবাচক সংকেত পাঠাচ্ছে।

মতামত দিন