আগস্টে রেমিট্যান্সে এক বিলিয়নের মাইলফলক স্পর্শ
ডেস্ক রিপোর্ট ॥ অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহ আশাব্যঞ্জক ধারা বজায় রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরের আগস্টের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিনে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার, সেখানে চলতি বছর অতিরিক্ত এসেছে প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার। এটি প্রবাসী আয়ের ক্ষেত্রে একটি বড় উল্লম্ফন।
চলতি অর্থবছরের জুলাই মাসেও ভালো প্রবাহ ছিল—২৪৭ কোটি ৭৯ লাখ ডলার। যদিও ওই মাসে আটটি ব্যাংক কোনো রেমিট্যান্স আনতে পারেনি। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বিডিবিএল, রাকাব, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ৬.৪২ বিলিয়ন ডলার বেশি। এর মধ্যে মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার প্রবাসী আয় হয়েছিল। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রণোদনা ও ব্যাংকিং প্রক্রিয়া সহজীকরণই এই ধারাবাহিক প্রবৃদ্ধির মূল কারণ।
মতামত দিন