জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এছাড়াও বৈঠকে অংশগ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় করণীয় বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাহিনীর প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “দেশের যে কোনো প্রান্তে বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে এবং নাগরিকদের আস্থা অটুট রাখতে হবে।”

আলোচনায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও সীমান্ত অঞ্চলে নজরদারি জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রয়োজন হলে দ্রুত অভিযানের নির্দেশ দেন।

মতামত দিন