অভ্যুত্থানে লুট হওয়া পুলিশের অস্ত্র ফেরতে দিলেই মিলবে পুরস্কার
ডেস্ক রিপোর্ট ॥ জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, "যে কোনো ব্যক্তি অস্ত্র উদ্ধারের তথ্য দিলে তাকে আমরা পুরস্কার দিব। একটি কমিটি পুরস্কারের পরিমাণ নির্ধারণ করছে। দ্রুতই মিডিয়ার মাধ্যমে ঘোষণা দেওয়া হবে।"
তিনি আরও জানান, বর্তমানে ৭০০টিরও বেশি অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। গত অভ্যুত্থানের সময় প্রায় ৫৭৫০টি অস্ত্র এবং লক্ষাধিক গোলাবারুদ লুট হয়, যা বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সংগৃহীত।
অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, স্মল মেশিনগান, লাইট মেশিনগান, পিস্তল, শটগান, গ্যাসগান ও কাঁদানে গ্যাস লঞ্চার সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ।
অস্ত্র ও গোলাবারুদের উদ্ধারে গত বছর থেকে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান চালাচ্ছে, তবে অধিকাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি।
সরকারের এই পদক্ষেপের মাধ্যমে অস্ত্র উদ্ধারে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন