জাতীয়

অবাধ নির্বাচনে সহায়তায় প্রস্তুত অস্ট্রেলিয়া: হাই কমিশনার সুসান

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি, নির্বাচন কমিশন চাইলে নির্দিষ্ট খাতে কারিগরি ও পরামর্শমূলক সহায়তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছে দেশটি।

গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের নির্বাচনি পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ব্যাখ্যা করেন।

সুসান রাইলি বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে। আমরা নির্বাচনপূর্ব প্রস্তুতির বিষয়ে অবগত হয়েছি এবং আশাবাদী যে এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে হবে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক।”

তিনি জানান, অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট খাতে সহায়তা দিতে আগ্রহী। তবে সেটি কমিশনের চাহিদা ও পরিকল্পনার ভিত্তিতে নির্ধারিত হবে।

বাংলাদেশে নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকরাও সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। তারা সকলেই একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন। অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ জানিয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ইতোমধ্যে নির্বাচন কমিশনকে বিভিন্ন উপকরণ ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে। এতে করে কমিশনের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং একটি নির্ভরযোগ্য নির্বাচনি প্রক্রিয়া গড়ে উঠছে বলে আশা করা হচ্ছে।

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন এ লক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চায়।

সিইসি নাসির উদ্দিন অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মতামত দিন