অন্তর্বর্তীকালীন সরকার: নুরুল হক নুরের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চয়তা
ডেস্ক রিপোর্ট ॥ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করবে।বিবৃতিতে আরও বলা হয়েছে, নুরুল হক নুরের ওপর হামলা ন্যায়বিচার ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করেছে, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে। প্রভাবশালী ব্যক্তি হোক বা সাধারণ, কোনো জড়িত ব্যক্তি দায়মুক্ত থাকবে না।
এর আগে শুক্রবার রাতের সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত হন। পুলিশ ও সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে আশ্বস্ত করেছে যে, বিচার প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ এবং কঠোর হবে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়বিচারকে সুরক্ষিত রাখতে এবং নুরুল হক নুরসহ আহতদের পাশে থাকার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মতামত দিন