সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হতাশাজনক হার
স্পোর্টস ডেস্ক ॥ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হলো সিঙ্গাপুরের কাছে। মঙ্গলবার (১০ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হেরে নতুন দলের যাত্রা শুরু হলো হতাশায়।প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। রাকিব হোসেনের গোল আশা জাগালেও জয় ধরা দেয়নি।
ম্যাচে প্রবাসী তারকাদের উপস্থিতি কিছু ইতিবাচক সংকেত দিয়েছে। সমিত সোমের অভিষেক, হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলামের মিডফিল্ড কন্ট্রোল দর্শকদের মনে আশা জাগিয়েছিল।
কিন্তু ফাইনাল থার্ডে কার্যকরী হওয়া ও ডিফেন্সের ভুল বাংলাদেশকে ব্যর্থ করেছে। এখন গ্রুপ পরিস্থিতি জটিল হয়েছে, আগামী ম্যাচগুলোতেই চাই জয়।
মতামত দিন