খেলা-ধুলা

সমিত সোমের অভিষেকে বাংলাদেশের নতুন স্বপ্ন!

স্পোর্টস ডেস্ক ॥ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও সিঙ্গাপুর মুখোমুখি হলো। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাদ দিয়ে কানাডিয়ান প্রবাসী সমিত সোমকে দেওয়া হয়েছে সুযোগ, যিনি আজই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করলেন।

গ্রুপ ‘সি’-তে সব দলেরই সমান ১ পয়েন্ট থাকায় এই ম্যাচের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোচ প্রবাসী ফুটবলারদের উপর ভরসা রাখায় ম্যাচটি হয়ে উঠেছে ভবিষ্যতের দল গঠনের এক বড় পরীক্ষা। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সমিত সোমের মতো খেলোয়াড়দের উপস্থিতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। তাজ উদ্দিন, সোহেল রানা ও জামাল ভূঁইয়ার বদলে শাকিল তপু, মোহাম্মদ হৃদয় ও সমিত সোমকে সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের লক্ষ্য নিজেদের মাঠে জয় পেয়ে এশিয়ান কাপ বাছাইয়ে এগিয়ে থাকা।

মতামত দিন