ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক ॥ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের সঙ্গে ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ফলে সেমিফাইনালে ওঠার জন্য দ্বিতীয় ম্যাচে জয় ছিল অত্যন্ত প্রয়োজনীয়। সেই চ্যালেঞ্জ দুর্দান্তভাবে উৎরে গেছে লাল-সবুজের যুবারা।রোববার (১১ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী, সুমন সরেন ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ম্যাচের ১৩ মিনিটেই নাজমুল হুদার পাস থেকে মুর্শেদ আলী প্রথম গোল করেন। এরপর প্রথমার্ধেই মুর্শেদের পাস থেকে সুমন সরেন গোল করে ব্যবধান ২-০ করেন।
বিরতির পর ভুটান কিছুটা চাপ সৃষ্টি করে, তবে বাংলাদেশের রক্ষণভাগ মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে নিখুঁত পারফরম্যান্স উপহার দেয়।
ম্যাচের শেষ মুহূর্তে একটি দুর্দান্ত সমন্বিত আক্রমণ থেকে গোল করে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ১৬ মে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফুটবলপ্রেমীরা আশাবাদী, বাংলাদেশ এবার ফাইনাল পর্যন্ত যেতে পারবে।
মতামত দিন