খেলা-ধুলা

বিসিবি পরিচালকের পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বুলবুল

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্রীড়া অঙ্গন। এরই মধ্যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন, তিনি এবার পরিচালকের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বুলবুল বলেন, “আমি মূলত দেশের প্রয়োজনে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই সঠিকভাবে নির্বাচন হোক। পরিচালকের পদে নির্বাচিত হয়ে ক্রিকেট উন্নয়নে আমার ভূমিকা রাখতে চাই। পরে যদি সুযোগ আসে, সভাপতির দায়িত্বেও আমি দেশের সেবা করতে চাই।”

বিসিবির নির্বাচন পদ্ধতি অনুযায়ী, পরিচালকদের মাধ্যমেই সভাপতি নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ভোটে ১২ জন, আঞ্চলিক প্রতিনিধিদের ভোটে ১০ জন, অন্যান্য প্রতিনিধি থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হন। মোট ২৫ জন পরিচালক মিলে পরবর্তীতে সভাপতি নির্বাচিত করেন।

ইতিমধ্যে সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবির ভার্চুয়াল সভায় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়। অক্টোবরের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বিসিবির বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে এগিয়ে আসা বুলবুলের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। তার মতে, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত নেতৃত্বই দেশের ক্রিকেটকে আরও সুসংগঠিত করতে পারবে।

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি আসন্ন বিসিবি নির্বাচনকে নতুন মাত্রা দিয়েছেন। এখন দেখার বিষয়, পরিচালকদের ভোটে কোন প্রার্থী জয়ী হন এবং বোর্ডের হাল কে ধরেন।

মতামত দিন