খেলা-ধুলা

বিসিবির পরিচালক হলেন সাবেক অধিনায়ক বুলবুল

স্পোর্টস ডেস্ক ॥ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি বিসিবিকে জানানো হয়।

চিঠিতে বলা হয়, ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় পরিচালনা পর্ষদের একটি পদ শূন্য হয়েছিল। সেই শূন্য পদের বিপরীতে বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুলবুলের বোর্ডে আসা ক্রিকেট অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটার থেকে প্রশাসক হিসেবে যাত্রা শুরু করতে যাওয়া বুলবুল দীর্ঘদিন ধরে ক্রিকেট উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া, এশিয়া এবং আফ্রিকার ক্রিকেট উন্নয়ন পরিকল্পনায়ও সরাসরি সম্পৃক্ত ছিলেন। তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দেশের ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত অপর পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ইতোমধ্যেই বিসিবিতে তার মেধা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছেন। এখন বুলবুলের যুক্ত হওয়ায় বোর্ডে সাবেক ক্রিকেটারদের উপস্থিতি আরও শক্তিশালী হলো।

ক্রিকেটের মাঠ থেকে প্রশাসনের মাঠে এই উত্তরণকে অনেকে স্বাগত জানাচ্ছেন এবং আশা করা হচ্ছে, বুলবুল তার দায়িত্ব পালনে দক্ষতা ও সততার পরিচয় দেবেন।


মতামত দিন